Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রত্যয়ন পত্র

পুনঃ বিবাহ না করার সনদপত্র

 

 

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে, তাহেরা বেগম, স্বামী-মৃত এ,কে,এম, মোফাজ্জেল হোসেন, গ্রাম-শাহপুর , ডাকঘর-শাহপুর, উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা। তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার জানামতে তিনি রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত সংযুক্ত নহে। তিনি স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি । ইহা আমার জানামতে সত্য।

 

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

 

 

 

 

পোষ্য সনদ পত্র

  

       এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে,নিশাত তাজনিন ইতি , পিতা- মোঃ সিরাজুল ইসলাম খান,মাতা- মমতাজ বেগম, গ্রাম- শাহপুর, ডাকঘর- শাহপুর, উপজেলা-ডুমুরিয়া,জেলা-খুলনা আমার পরিচিত। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত সংযুক্ত নহে। তাঁর স্বভাব চরিত্র ভাল।  তাহার পিতা এক জন বীর মুক্তিযোদ্ধা গেজেট নং- ৬০৯। সে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম খান এর ছোট কন্যা সন্তান।

ইহা আমার জানামতে সত্য।

 

 

 

প্রত্যয়ন পত্র

 

          এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,তাপস দাস, পিতা- শ্যামাপদ দাস, গ্রাম- রঘুনাথপুর, ডাকঘর- আর-কোমরাইল, উপজেলা- ডুমুরিয়া, জেলা-খুলনা । সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা । আমার জানা মতে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত সংযুক্ত নহে। তাঁর স্বভাব চরিত্র ভাল। সে এক জন হতদিরদ্র পরিবারের সন্তান। বিগত ইং- ২৭/০২/২০১৬ তারিখ পাগলা কুকুরে ডান পায়ে কামড় দেয় । তাহার পিতার পক্ষে ভ্যাকসিন ক্রয় করে  চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য। সে চিকিৎসার জন্য সরকারী সাহায্যে পাওয়ার যোগ্য । ইহা আমার জানামতে সত্য। 

 

                       আমি তাহার সার্বিক কল্যাণ কামনা করি।

 

 

 

 

 

 

 

আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়ন পত্র

  

    এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে,মোঃ মারছিফুল হাসান, পিতা- মোঃ আসাদুজ্জামান আকুঞ্জী, গ্রাম- আন্দুলিয়া, ডাকঘর- শাহপুর , উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা আমার পরিচিত। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলা ও অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সে সমাজ বা রাষ্ট্রবিরোধী কোন ক্রিয়া কলাপের সহিত সংযুক্ত নহে।  তাহার পিতা পেশায় একজন কৃষক।  তাহার পিতার মাসিক আয় ৩০০০/= টাকা। এই সামান্য আয়ের টাকা দিয়া পরিবারের ভরন পোষণ চালাইয়া পড়াশুনার খরচ চালানো তাহার পিতার পক্ষে খুবই কষ্টের ব্যাপার। সে যে কোন সমাজ কল্যান মূলক সংস্থা কিংবা সরকারী তহবিল হইতে সাহায্য ও সহযোগিতা পাইবার যোগ্য দাবীদার। ইহা আমার জানামতে সত্য।

 

 

আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি।

 

 

 

প্রত্যয়ন পত্র 

  

        এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে, কদম রানী বাছাড়, স্বামী- রতন কুমার বিশ্বাস, মাত্‌- করুনা রানী বাছাড়, গ্রাম- কৃষ্ণনগর, ডাকঘর- সৎসঙ্গ দেড়ুলী, উপজেলা-ডুমুরিয়া,জেলা-খুলনা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজ বিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত সংযুক্ত নহে। তাঁর স্বভাব চরিত্র ভাল । ইহা আমার জানামতে সত্য।

 

আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি।

 

প্রত্যয়ন পত্র

 

             এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, বাবুল আক্তার হাবিব ওরফে হাবিব জোয়াদ্দার বাবুল , পিতা- মৃত আতিয়ার রহমান জোয়াদ্দার, মাতা- শিরিন বেগম , গ্রামঃ- আন্দুলিয়া, ডাকঘরঃ - শাহ্‌পুর, উপজেলা - ডুমুরিয়া, জেলা-খুলনা। উপরে উল্লেখিত  বাবুল আক্তার হাবিব ওরফে হাবিব জোয়াদ্দার বাবুল , পিতা- মৃত আতিয়ার রহমান জোয়াদ্দার, মাতা- শিরিন বেগম  একই ব্যক্তি। 

 

ইহা আমার জানা মতে সত্য।

 

প্রত্যয়ন পত্র

 

  

‌এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, প্রবানন্দ চ্যাটার্জী, পিতা- প্রভঞ্জন চ্যাটার্জী, মাত- অনিমা চ্যাটার্জী, গ্রাম- গজেন্দ্রপুর, ডাকঘর- থুকড়া, উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা-কে আমি ব্যক্তিগত ভাবে চিনি।  আমার জানা মতে তার বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ নাই। 

 

বৈবাহিক সনদপত্র

 

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আছিব সরদার, পিতা- মোঃ আছাদুল ইসলাম সরদার, মাতা- মৃত নূরজাহান বেগম, গ্রাম- কোমরাইল, ডাকঘর- আর-কোরাইল, উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা এর স্থায়ী বাসিন্দা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজ বিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত জড়িত নয়। আমি যতদুর জানি সে এক জন অবিবাহিত পুরুষ।

 

আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।

 

চারিত্রিক সনদ

 

 

এই মর্মে প্রত্যয়ন  করা যাচ্ছে যে, এস,এম,শাহীন হাসান, পিতা- এস,এম,মিরাজুল ইসলাম,মাতা- রঞ্জিদা বেগম, গ্রাম- কোমরাইল, ডাকঘর- আর-কোমরাইল, উপজেলা-ডুমুরিয়া, জেলা-খুলনা কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে  রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত জড়িত নহে।তার স্বভাব চরিত্র ভাল এবং উন্নত চরিত্রের অধিকারী। ইহা আমার জানামতে সত্য । 

 

আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।

 

 

 

 

Character Certificate

 

This is to certify that, S, M, Shaheen Hassan s S, M, Mirajul Islam, mata ranjida Begum village komaraila, Post.-  Ar-komaraila,Upazila- Dumuria ,District- Khulna , who I know personally, and I know. He is a permanent resident of this union. I know matte or anti-social behavior that seditious activity and good morals involved nahetara developed character. 

 

I wish her overall well-being.

 

 

 

 

 

 

 

 

 

অবস্থানগত/ পরিবেশগত ছাড়পত্রের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় অনাপত্তিপত্র

 

১। আবেদনকারীর নাম            ঃ  রমেশ চন্দ্র হালদার

২। wcZv/¯^vgx/¯¿xi নাম           ঃ  মৃত বাসুদেব হালদার

৩। আবেদনকারীর ঠিকানা          ঃ  গ্রাম-দেড়ুলী,ডাকঘর- সৎসঙ্গ দেড়ুলী,ডুমুরিয়া,খুলনা।

৪। কারখানা/প্রকল্পের অবস্থানগত ঠিকানা ঃ  শাহপুর বাজার কদম তলার মোড়,ডুমুরিয়া,খুলনা।

৫। কারখানার/প্রকল্পের তফসিল      ঃ

জেলার নাম

থানার নাম

মৌজার নাম

খতিয়ান নং

দাগ নং

জমির ধরণ

মোট জমির পরিমাণ

খুলনা

ডুমুরিয়া

শাহপুর

৩২

৬৪

সমতল

৬ শতক

 

  উপরোক্ত তথ্যাদির আলোকে............................ ভাই ভাই করাতকল 

                             (কারখানা/প্রকল্পের নাম)

  কারখানা/প্রকল্পকে নিম্নewY©Z শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র প্রদান করা হলো।

 

 

শর্তাবলীঃ

১. প্রকল্প/কারখানা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২. পরিবেশ অধিপ্তর হতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ছাড়পত্র গ্রহণ করতে হবে।

৩. কর্মরত শ্রমিকদের পেশাগত ¯^v¯’¨ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪. উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এবং অগ্নিকান্ড কিংবা অন্য কোন দূর্ঘটনার সময় জরুরি নির্গমন ব্যবস্থা থাকতে হবে।

৫. বায়ু বা শব্দ দূষণ করা যাবে না।

৬. কারখানা/প্রকল্প সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় বাইরে নির্গমন করা যাবে না।

 

 

 

উল্লিখিত যে কোন শর্ত লঙ্ঘন করলে যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কারখানা/প্রকল্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।