Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি চেয়ারম্যানের বাণী

স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের উৎপত্তি ১৮৭০ সালে।অর্থনৈতিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণে পল্লী অঞ্চলের ভিত্তি সুন্দর করার লক্ষ্যে প্রথমত চৌকিদার পঞ্চায়েত উদ্ভব ঘটে।১৯১৯ সালে ইউনিয়ন বোর্ড গঠন হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭ নং  আদেশ বলে ইউনিয়ন কাউন্সিলের পরিবর্তে ইউনিয়ন পঞ্চায়েত করা হয়। ১৯৭৩সালে রাষ্ট্রপতির ২নং আদেশ বলে ইউনিয়ন পঞ্চায়েত পরিবর্তিত হয়ে ইউনিয়ন পরিষদ নাম হয়।১৯৮৩ সালে "স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ",১৯৮৩ নামে ইউনিয়ন পরিষদের জন্য একটি স্বতন্ত্র অধ্যাদেশ প্রণয়ন করা হয়।১৯৮৮ ও ১৯৯০ সালে ও কিছু সংশোধন করা হয়। ১৯৯৭ সালে সংশোধনীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের ৩ টি ওয়ার্ডকে ভেঙে ৯ টি ওয়ার্ডে ভাগ করা হয়। যেখানে ৩ টি ওয়ার্ড নিয়ে একজন সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়।২০০৯ সালে সরকার পূর্সবের সকল আইন বাতিল করে সংসদ কর্তৃক ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ রহিত করে একটি নূতন আইন প্রনয়ন করে। যা স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ নামে অভিহিত। উন্নয়নে অবকাঠামো নির্মান স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহার ও উন্নয়ন নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন সহ ইত্যাদি ইউনিয়ন পরিষদের মৌলিক দায়িত্ব। এছাড়া আইন শৃখলা রক্ষা, গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জন্ম মৃত্য নিবন্ধন, অনলাইনে সকল প্রকার কাজ সম্পাদন, বিভিন্ন শুমারী, বিভিন্ন প্রকার সনদ প্রদান, শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন সহ নানা বিধ সেবা মূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে। উল্লিখিত কর্মকান্ড বর্তমান সরকারের ঘোষিত একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের ওয়েব পোর্টাল হলো একটি অংশ, এই অংশটুকুর কাজ করার জন্য মানণীয় প্রধান মন্ত্রী সহ এটুআই এর সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানাই।

 

মনোজিৎ বালা 

চেয়াম্যান

২নংরঘুনাথপুর ইউনিয়ন পরিষদ

ডুমুরিয়া, খুলনা।