১। বলাই সাধুর "শ্রী শ্রী হরি মন্দির", গজেন্দ্রপুর।
প্রতিষ্ঠাতাঃ শ্রীমৎ বলাই চন্দ্র গোস্বামী।
শত বছরের কাল পরিক্রমায় রঘুনাথপুর ইউনিয়নস্থিত গজেন্দ্রপুর গ্রামে
শ্রী শ্রী হরি মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর বৈশাখ মাসের ২ তারিখে মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও নামসংকীর্তন। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, হরি সঙ্গিত, মহৎসব, ধর্মীয় আলোচনা ও সারাদিন ধরে মহাপ্রসাদ বিতরণ। রাত্রে হরি যাত্রা অনু্ষ্ঠিত হয়। তৃতীয় দিন মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষিরা, পাইকগাছা জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতায়াত - খুলনা জেলা সদর হতে মুহসিন মোড় হয়ে থুকড়া বাজার থেকে গজেন্দ্রপুর গ্রামে আসা যায়। তাছাড়া ডুমুরিয়া উপজেলা হতে সরাসরি গজেন্দ্রপুর গ্রামে আসা যায়, ফুলতলা হতে শাহপুর বাজার হয়ে থুকড়া বাজার থেকে গজেন্দ্রপুর গ্রামে আসা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS