১৯৬১ সালের ডিসেম্বর মাসে পৃথিবীর সব দেশ থেকে নিরক্ষরতা দূর করতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে ইরানের তেহরানে বিশ্ব স্বাক্ষরতা সম্মেলন হয়। এতে ৮০ দেশের শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। ঐ সম্মেলনে প্রতিবছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনের প্রস্তাব করা হয়। পরে ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৬ সালে ইউনেস্কো প্রথম দিবসটি উদযাপন করলেও ১৯৭২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর গ্রামের "রূপরামপুর পশ্চিমপার সরকারি প্রাথমিক বিদ্যালয়" এ পালিত হল আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। রূপরামপুর পশ্চিমপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ছাত্র-ছাত্রী সহ অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। র্যালি শেষে সকল উপস্থিতির সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব গাজী তফসীর আহমেদ। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি বাবু নিত্যানন্দ সরকার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS